আপনি অথবা আপনার পরিচিত কেউ যদি হন ‘প্রগতিশীল ও স্মার্ট বাংলাদেশ’ গড়তে অবদান রাখা স্বপ্নজয়ী মানুষদের একজন, তাহলে জমা দিন আপনার/তাঁর গল্প।

চলো বাংলাদেশ -এ জমা দিন আপনার গল্প

চলো বাংলাদেশ একাদশ-এ গল্প পাঠানোর নিয়ম—
  • ১. মেধা, নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন—পাঠাতে হবে এমন ‘অসাধারণ’ মানুষের তথ্য ও গল্প।
  • ২. গল্পটি আপনার নিজের অথবা আশ-পাশের পরিচিত কারও হতে পারে।
  • ৩. প্রস্তাবিত ব্যক্তিটিকে বাংলাদেশের নাগরিক হতে হবে। গল্প জমাদানের সময় ফরমটি সঠিকভাবে পূরণ করতে হবে।
  • ৫. প্রস্তাবিত ব্যক্তির পুরো নাম, পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার স্পষ্টভাবে লিখতে হবে।
  • ৬. জমাকৃত প্রস্তাব থেকে বিচারকদের দ্বারা নির্বাচিত সেরা এগারজনকে নিয়ে গঠিত হবে ‘চলো বাংলাদেশ একাদশ’।
  • ৮. প্রস্তাব/গল্প জমা দেওয়ার শেষ তারিখ: ৫ই ফেব্রুয়ারি, ২০২৪
বাংলাদেশের তরুণ তারকা

আসুন সেই তরুণদের কথা শুনি, যারা স্মার্ট এবং উন্নয়নশীল বাংলাদেশ গড়ছে

জীবনের দৌড়ে মনের জোরটাই আসল!
একদিন বাংলাদেশের হয়ে বিশ্বকাপ খেলবো
স্বাধীন পেশায় উজ্জ্বল মধুপুর | গ্রামীণফোন
কে হচ্ছেন পরবর্তী সাকিব আল হাসান